শুধুমাত্র সন্দেহের বশে আইন নিজের হাতে তুলে নিলেন একদল লোক। মালদায় (maldah) বিদ্যুতের খুঁটিতে কষে বেঁধে চলল বেধড়ক মারধর (man beaten)। সন্দেহভাজন ব্যক্তি মানসিক ভারসাম্যহীন (mentally unstable)। নিজের সপক্ষে তাই খুব বেশি যুক্তি খাড়া করতে পারেননি


ব্লকের মঙ্গলবাড়ী গৌড় কলেজ সংলগ্ন ভারত পেট্রোল পাম্পের সামনে। অভিযোগ মোটর বাইক চুরি করেছেন ওই ব্যক্তি। এলাকায় ইতস্তত ঘুরে বেড়াতে দেখে সন্দেহ আরও দৃঢ় হয়। সেই সন্দেহের জেরেই লাঠিসোটা নিয়ে নেমে পড়েন এলাকার বেশ কিছু মানুষ। মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ইলেকট্রিক খুঁটির সঙ্গে বেঁধে পেটান তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মঙ্গলবাড়ী ফাঁড়ির পুলিশ । তাঁরা মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান যাঁরা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours