সংগ্ৰহ 
THE WALL

রাজ্যে ফের হেনস্তার শিকার হল বাংলার পুলিশ (West Bengal police)। যোগী রাজ্যের পদ্ম নেতাকে গ্রেফতার করতে গিয়ে নিগ্রহের শিকার হয় রাজ্য পুলিশের এক দল। অভিযুক্ত যুব মোর্চা কর্মী যোগেশ বার্ষ্ণোইকে চার বছরের আগের মামলায় জিজ্ঞাসাবাদ করতে যেতেই উপস্থিত বিজেপি কর্মীদের হাতে মারধরের অভিযোগ ওঠে
ঘটনার সূত্রপাত ২০১৭ সাল। ওই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একটি কুরুচিকর মন্তব্য করেন বিজেপি নেতা যোগেশ বার্ষ্ণোই। সেই সময়, যোগেশে সগর্বে ঘোষণা করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে আনতে পারলে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।' যা সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জাতীয় রাজনীতিতে। সেই ঘটনারই তদন্তেই শনিবার আলিগড়ে পৌঁছান বাংলার পুলিশ। অভিযোগ, যোগেশ বার্ষ্ণোইয়ের বাড়িতে পৌঁছালেই উপস্থিত শতাধিক বিজেপি কর্মী-সমর্থকরা তাঁদের ঘিরে ধরে। এমনকি মারধরও করা হয়। এমনকি তাঁদের আটকে রাখার অভিযোগও ওঠে। এই ঘটনা উত্তরপ্রদেশ পুলিশের সামনেই ঘটেছে বলে অভিযোগ। তবে পরে অবশ্য যোগী পুলিশ উদ্ধার করেন তাঁদের। এই ঘটনা নিয়ে তর্জা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতেও। এই ঘটনার তীব্র নিন্দা করে কুণাল ঘোষ বলেন, 'ঘটনাটি অত্যন্ত নিন্দাজনক। যোগী রাজ্যে জঙ্গলরাজ চলছে।' পাল্টা জবাবে বিজেপি বলে, 'সমস্ত ক্ষেত্রে রাজনীতি করতে গেলে যা হয়, উত্তরপ্রদেশেও তাই হয়েছে
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours