আর বাঁচতে চাই না', মৃত্যুর আগে বন্ধুকে ফোন‌ করে বলেছিলেন ২২ বছরের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র দত্তাত্রেয়। এরপরই সোদপুরের কেয়ার মোড়ে যে আবাসনে থাকতেন তত্‍ক্ষণাত্‍ ছুটে যান তাঁর এক বন্ধু এবং এক বান্ধবী। এসে ডাকাডাকি শুরু করতে থাকেন। সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ খবর নেন।তারপর শেষে দরজায় ধাক্কা মেরে ঘরে ঢুকতেই দেখেন মেঝেতে পড়ে রয়েছেন বন্ধু দত্তাত্রেয়র মা ৬৭ বছর বয়সী কামনা সিং এবং পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় দত্তাত্রেয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে।

জানা গিয়েছে, ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে একাই থাকতেন প্রৌঢ়া। পুত্র দত্তাত্রেয় ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। মেধাবী ছিলেন তিনি। তবে মা-ছেলে কেউই খুব একটা মেলামেশা করতেন না প্রতিবেশীদের সঙ্গে। আত্মীয়রাও এখানে থাকেন না। উত্তর-পূর্ব রাজ্যে থাকেন তাঁদের আত্মীয়রা। ইতিমধ্যেই পুলিশ এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours