মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে, সোজা পুলিশ কিয়স্কে ঢুকে গেল ডাম্পার
সোমের অন্ধকার চিরে মাথা তুলল শেয়ার বাজার, বিনিয়োগকারীদের জোগাল ‘ঘুরে দাঁড়ানোর’ আশা
প্রতিদিন কেমো নিয়ে শরীর ঝিমঝিম করে, ‘স্বেচ্ছাশ্রম’ নয়, মমতার কাছে ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন করতে চান চাকরিহারা শিক্ষক
ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা, ‘রাজনীতির গভীর জালে ফেঁসে যাচ্ছি না তো!’
হার্ডডিস্কের মধ্যেই লুকিয়ে আসল ‘প্রাণ ভ্রমরা’? বারবার বলছেন অভিজিৎ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ, ঘটনাটি ঘটেছে ঢোলাহাট থানার এলাকায়। ওই মহিলার দাবি দিনের-পর-দিন অভিযুক্ত শামীম হোসেন পুরকাইত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে কিন্তু গত 25 তারিখ ওই মহিলা তাকে বিয়ের কথা বললে অভিযুক্ত ওই যুবক বিয়ে করতে অস্বীকার করে এরপরই ওই মহিলা ঢোলাহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ভোলাহাট থানার পুলিশ শামীম হোসেন পুরকাইত কে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দা জাকির হোসেন পুর্কায়েত বাড়িতে দীর্ঘদিন গৃহপরিচারিকার কাজ করতেন ওই মহিলা আর সেখানেই অভিযুক্ত শামীম হোসেন পুরকাইত তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছেন এরপরই ওই মহিলা বিয়ের কথা বললে অস্বীকার করে অভিযুক্ত শামীম হোসেন পুরকাইত ।
Kakdwip Civil and Criminal Court
criminal lawyer
মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শামীম হোসেন পুরকাইত কে গ্রেপ্তার করেছে ঢোলাহাট থানা পুলিশ। তারপর ঐ অভিযুক্ত কে পরের দিন কাকদ্বীপ মহাকুমা ফৌজদারি আদালতের নিয়ে আসা হয় এবং আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজত দেয়।
Post A Comment:
0 comments so far,add yours