শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: আগ্নেয়াস্ত্রসহ এক নাবালককে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা পেটলা এলাকা থেকে ওই নাবালককে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে। কী উদ্দেশ্য নিয়ে তার কাছে পিস্তলটি রেখেছিল নাবালকটি তা তদন্ত করছে পুলিশ।কয়েকদিন আগেই আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করা হয়েছিল এক অস্ত্র কারবারিকে মালদায়। ইংরেজবাজার থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। রাতে ওই অস্ত্র কারবারির খোঁজ পায় ইংরেজবাজার থানার পুলিশ। এর পরই স্থানীয় কাটাগড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। ধৃত অস্ত্র কারবারির নাম মিনাতুল্লাহ শেখ। বয়স ৩৩ বছর। ধৃত ওই ব্যক্তির বাড়ি কালিয়াচক থানার মুচেহার পাড়া এলাকায়। এমনটাই খবর জানা গেছে পুলিশ সূত্রে।ধৃত মিনাতুল্লাহ শেখের কাছ থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে ৪ টি আগ্নেয়াস্ত্র। কাউকে বিক্রি করার উদ্দেশ্যেই ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে কাটাগড় এলাকায় দাঁড়িয়েছিল ওই কারবারি, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ সেখানে হানা দেয় এবং আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেফতার করে। এরপর আজ, বৃহস্পতিবার ধৃত ওই অস্ত্র কারবারিকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।সিউড়ি থানার অন্তর্গত দমদমা থেকে চারটি কার্তুজসহ একটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ ভুয়ো সোনার কয়েন উদ্ধার করল সিউড়ি থানার পুলিশ। এছাড়াও উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ। জুলাই থেকে সেপ্টেম্বর, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার তিন বাসিন্দাকে সোনার কয়েন বিক্রির নামে প্রতারণার অভিযোগ।  তিনটি ঘটনাতেই অভিযুক্তরা বীরভূমের বাসিন্দা।  এবারও ভুয়ো সোনার কয়েন বিক্রির অভিযোগে বীরভূম থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, পশ্চিম বর্ধমানের কুলটির বাসিন্দা পরিমল মণ্ডলের সঙ্গে বীরভূমের কয়েকজন যুবক যোগাযোগ করে সোনার কয়েন বিক্রির প্রস্তাব দেন।  দিন কয়েক আগে ওই ব্যক্তি বীরভূমের সিউড়িতে গিয়ে কয়েক লক্ষ টাকার কয়েন কিনে আনেন।  তিনি পরে পরীক্ষা করে দেখেন, সব কয়েন নকল।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours