গতকাল দিল্লি বিধানসভা থেকে এক গোপন সুড়ঙ্গের খোঁজ মিলে গেলো রাজধানীতে ।দিল্লি বিধানসভার স্পিকার বলেন খুব সম্ভবত ব্রিটিশ আমলে ওই সুড়ঙ্গ পথে বন্দি স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যাতায়াত করা হতো ।তিনি বলেন ১৯৯৩ সালে

আমি যখন প্রথম বার বিধায়ক হই তখন লাল কেল্লা অব্দি ওই সুড়ঙ্গের কথা জানতে পারি । এই প্রথম সুড়ঙ্গের মুখটি খুঁজে পাওয়া গেলেও দিল্লি তে মেট্রোর কাজ চলার জন্য সেটি সংস্কারের পরে খুলে দেওয়া হবে ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours