ত্রিপুরারয় (Tripura) গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি।ত্রিপুরার আগরতলায় এনসিসি থানায় হাজিরা দিতে যান তিনি। সূত্রের খবর, সেখানে গিয়ে তাঁর শরীর খারাপ হয়েছে। কুণাল ঘোষ জানিয়েছেন তাঁকে প্রথমে খোয়াই থানায় হাজিরার নোটিস দেওয়া হয়েছিল। সেখান থেকে পরে আবার জানানো হয়, আগরতলায় এনসিসি থানায় হাজিরা দিতে যেতে হবে কুণাল ঘোষকে। সেই থানায় গিয়েই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এদিকে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র‍্যালিকে কেন্দ্র করে চাপানউতোর চলছে। আগামীকাল অভিষেকের পদযাত্রার কথা ছিল। কিন্তু সেদিন ধর্মঘট ডাকা হয়েছে। কুণাল ঘোষ টুইটারে বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। বলেছেন, ত্রিপুরা বিজেপি ভয় পেয়ে এসব করছে। কিন্তু তৃণমূলকে এভাবে আটকানো যাবে না।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours