ফের রাতের কলকাতায়   চলল গুলি। এক ব্যবসায়ীকে   লক্ষ্য করে রীতিমতো সিনেমার কায়দায় গুলি চলে। ঘটনাটি হয় রবিবার রাতে, মধ্য দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে গোর্কি সদনের সামনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিং-কে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। প্রথমে ঘিরে ফেলা হয় ওই ব্যবসায়ীর গাড়ি। এরপর বাকবিতণ্ডা চলে। এরই মাঝে হঠাত্‍ ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কাঁধে গুলি লাগে। নিয়ে যাওয়া হয় সিএমআরআই হাসপাতালে। জানা গিয়েছে, বছর আটত্রিশের পঙ্কজ হাওড়ার একজন বড় প্রমোটার। রাতে তিনি এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন। রাস্তায় চার-পাঁচটি বাইক এসে তাঁর গাড়ির আটকায় গোর্কি সদনের সামনে। প্রতিটি বাইকে তিনজন করে দুষ্কৃতী ছিল। গাড়ি থেকে নেমে আসেন পঙ্কজ। দুষ্কৃতীদের সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয়। এরই মধ্যে এক দুষ্কৃতী রিভলবার বের করে গুলি চালিয়ে দেয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ইতিমধ্যেই তদন্তে নেমেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। ওই অঞ্চলের প্রতিটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা, নাকি রয়েছে অন্য কোন রহস্য, তা খতিয়ে দেখা হচ্ছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours