শিক্ষক দিবসের (teachers day) দিন দেশের সমস্ত শিক্ষকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ছাত্রছাত্রীদের পড়াশোনার ভিত্তি যেভাবে সুদৃঢ় করেন শিক্ষকরা, তাকে কুর্নিশ জানিয়েছেন তিনি


কোভিডকালে দেশের শিক্ষাব্যবস্থায় জোর ধাক্কা লেগেছে। অনলাইনেই পড়াশোনা চালাতে হচ্ছে। স্কুল কলেজ বন্ধই। শত অসুবিধার মধ্যেই শিক্ষাকে থমকে যেতে দেননি শিক্ষকরা। এদিন প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানকেও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর জন্মবার্ষিকীতেই শিক্ষক দিবস পালন করা হয়।

টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, আজ শিক্ষক দিবসের দিন আমি সমস্ত শিক্ষকদের শুভেচ্ছা জানাচ্ছি। তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সর্বদা তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কোভিড পরিস্থিতিতেই যেভাবে এ দেশের শিক্ষকরা পড়ুয়াদের বিদ্যাশিক্ষা নিশ্চিত করেছেন তা সত্যিই প্রশংসনীয়।

দ্বিতীয় একটি টুইট করে রাধাকৃষ্ণানকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, ডঃ এস রাধাকৃষ্ণানকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাঁর জন্মবার্ষিকীতে দেশের অগ্রগতির প্রতি তাঁর অবিস্মরণীয় অবদানকে আরও একবার স্মরণ করছি।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours