সংগ্রহ : 
THE WALL

এক তরুণীকে হেনস্থা করেছিল বাবলু যাদব  নামে ২৮ বছরের এক যুবক। মধ্যপ্রদেশের রেওয়া জেলার বাসিন্দা বাবলুকে সেজন্য বেধড়ক মারধর করে তরুণীর আত্মীয়রা। সেই ভিডিও ভাইরাল হতে পুলিশ তরুণীর তিন আত্মীয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্তরা পলাতক। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় পড়ে আছে বাবলু। তার গলায় বাঁধা আছে একটি বেল্ট। একজন বেল্টটি ধরে আছে। বাকিরা লাঠি দিয়ে মারছে তাকে। বাবলু হাত জোড় করে মাপ চাইছে। কিন্তু দু'জন গালিগালাজ করছে তাকে। সেই সঙ্গে চলছে লাঠিপেটা। এরপর শোনা যায়, একজন অপরজনকে বলল, আর মারিস না। বাবলু মারা যেতে পারে। কিন্তু তার পরেও মারধর থামেনি। একজন বাবলুর গলায় বেল্ট দিয়ে পেঁচিয়ে টানতে থাকে। অপর দু'জন লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারে। একসময় দেখা যায়, বাবলুর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তার জামাকাপড় রক্তে মাখামাখি হয়ে রয়েছে। পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট শিবকুমার বর্মা বলেন, 'যে ব্যক্তিকে মারধর করা হচ্ছিল, তার নাম বাবলু যাদব। একসময় তোলাবাজির অভিযোগে সে জেলে গিয়েছিল। সদ্য সে মুক্তি পেয়েছে। অভিযোগ, সে এক তরুণীকে হেনস্থা করেছিল। তাই তরুণীর আত্মীয়রা তাকে মারধর করে।' পুলিশ তরুণীর আত্মীয়দের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৭ নম্বর ধারা (ইচ্ছাকৃতভাবে অপরকে আহত করা) অনুযায়ী মামলা করেছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পথে কাউকে মারধর করতে দেখলে নাগরিকদের উচিত পুলিশকে জানানো। তাঁর কথায়, 'এখন সকলের হাতেই আছে মোবাইল ফোন। কিছু ঘটতে দেখলেই অনেকে ছবি তোলে। আট-দশ দিনের মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।' কিছুদিন আগে বেঙ্গালুরু থেকে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে মারছে এক বাইক আরোহীকে। তাঁর অপরাধ, বাইকের পিছনের সিটে তিনি এক মুসলিম মহিলাকে বসিয়েছিলেন। গত শুক্রবার ওই বাইক আরোহী আক্রান্ত হন। অভিযুক্তরাই পুরো ঘটনা ক্যামেরাবন্দি করেছিল। শনিবার তারা ভিডিও ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গে তত্‍পর হয় পুলিশ। শনিবারই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বেঙ্গালুরুর ডেয়ারি সার্কেল এরিয়ায় ওই বাইক আরোহী আক্রান্ত হন। দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে পারার জন্য পুলিশের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। বাইকচালক ও যে মহিলা তাঁর বাইকের পিছনে বসেছিলেন, দু'জনেই এক বেসরকারি ব্যাঙ্কে কাজ করেন। ভিডিওতে দেখা যায়, বাইকটিকে থামানো হল। তারপর অভিযুক্তরা ওই মহিলাকে জিজ্ঞাসা করল, তুমি এক অমুসলিমের বাইকে চড়েছ কেন? মহিলা তাদের বুঝিয়ে বলার চেষ্টা করলেন। কিন্তু তারা গালিগালাজ করতে লাগল। তারা বাইক আরোহীর হেলমেটে আঘাত করল। তারা মহিলাকে বলল, 'তোমার নাম কী? তোমার লজ্জা করে না? তুমি জানো না দেশে এখন কী হচ্ছে? তুমি কুকুর-বেড়ালের মতো আচরণ করছ কেন?' পরে তারা মহিলার স্বামীকে ফোন করে বলে, 'তুমি স্ত্রীকে একজন অমুসলিমের সঙ্গে যাতায়াত করতে দিয়েছ কেন?' তাঁকে দোষ দিয়ে বলে, 'তোমার মতো লোকের জন্যই পুরো সম্প্রদায়ের বদনাম হয়।'

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours