কলকাতার পুরসভার বিল্ডিংয়ে আগুন লাগে শনিবার সকালে।ঘটনাস্থলে পৌঁছয় দমকলআগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানা গেছে। সূত্রের খবর, এদিন সকালে কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগে আগুন লেগে যায়। কর্মীরা জানলা, দরজা দিয়ে ধোঁয়া বেরতে দেখেন। চিত্কার-চেঁচামেচি শুরু হয়ে যায়। আতঙ্ক ছড়ায় গোটা বিল্ডিংয়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা লাইসেন্স ডিপার্টমেন্ট। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের তরফে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি এখনও। সকলকেই নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছেন পুরসভার লাইন্সেস বিভাগের কর্মীরা।
Post A Comment:
0 comments so far,add yours