মুখোমুখি সংঘর্ষ লরি ও অ্যাম্বুলেন্সের। মৃত ১ আহত ৪। ঘটনাটি ঘটে হুগলির চন্ডীতলা থানার অন্তর্গত বিডিও অফিসের সামনে। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে চন্ডীতলার দিক থেকে আসছিল লরিটি অন্যদিকে শিয়াখালার দিক থেকে অ্যাম্বুলেন্সটি আসার সময় বিডিও অফিসের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের। আহত হয় চার জন।

স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় চন্ডীতল থানায়। পুলিশ আতহদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বিডিও অফিসের সামনে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। বহু বার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। তাদের দাবি রাস্তায় দুপাশে বাম্পার তৈরির ব্যবস্থা করুক প্রশাসন। তা না হলে এই ব্যস্ততম রাস্তায় বারবার দূর্ঘটনা ঘটবে। প্রাণ যাবে নিরীহ মানুষের।

পুলিশ সূত্রে খবর লরিটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে চন্ডীতলা থানার পুলিশ।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours