বেহালার (Behala) পর্ণশ্রীতে মা-ছেলেকে গলার নলি কেটে খুনের ঘটনা ঘটেছে কিছুদিন আগেই। সেই খুনের এখনও কিনারা হয়নি। এর মধ্যেই ফের ভয়ঙ্কর খুনের (Murder) ঘটনা ঘটল হরিদেবপুরে। একটি লেদ কারখানার ভেতর থেকে এক প্রৌঢ় ব্যবসায়ীর গলার নলি কাটা দেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, নৃশংসভাবে খুন করা হয়েছে প্রৌঢ়কে। শুক্রবার রাতে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তপন দে। বয়স ৫৫ বছর। হরিদেবপুর থানার চক রামনগর এলাকায় তাঁর লেদ মেশিনের কারখানা আছে। এই কারখানার ভেতরেই তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় লালবাজারের হোমিসাইড শাখা। নামানো হয় স্নিফার ডগও। পরিবার জানিয়েছে, প্রতিদিনই একটু বেশি রাত অবধি কারখানায় থাকতেন তপনবাবু। তাঁর অন্য কোনও কর্মচারী ছিল না বলেই দাবি পরিবারের। গতকাল রাত ১১ টা বেজে যাওয়ার পরেও তিনি বাড়ি না ফেরায় ও তাঁর সঙ্গে যোগাযোগ না করতে পারায় চিন্তা বাড়ে পরিবারের। তপনবাবুর স্ত্রীয়ের বাপের বাড়ি চক রামপুর এলাকাতেই। তাঁদের কারখানা থেকে কিছুটা দূরে। সেখানেই ফোন করে খবর দেন তিনি। মৃতের স্ত্রী জানিয়েছেন, তাঁর ফোন পেয়ে বাপের বাড়ির লোকজন ছুটে যান কারখানায়। সেখানে গিয়ে দেখা যায় ভয়ঙ্কর দৃশ্য। কারখানার মেঝেতে রক্তাক্ত পড়ে রয়েছেন তপনবাবু। গলার নলি কাটা। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তকারীরা বলছেন, ব্যক্তিগত আক্রোশ নাকি পুরনো কোনও শত্রুতার জেরে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। তপনবাবুর পরিবারের দাবি তিনি কারখানায় একাই থাকতেন, তাই কে বা কারা তাঁকে খুন করল তার তদন্ত শুরু হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো
Post A Comment:
0 comments so far,add yours