পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনের বোগদার দিকে টিকিট কাউন্টারের ভেতরে রমরমিয়ে চলছে দালাল চক্র।বৃহস্পতিবার সেই ঘটনা ধরা পড়লো সংবাদমাধ্যমের ক্যামেরায়।যুবকদের পুলিশ সন্দেহ করবে তাই এই কাজে সাথে যুক্ত করা হচ্ছে বয়স্কদের বলে অভিযোগ। প্রসঙ্গত মহামারি ভাইরাসের কারণে বন্ধ রয়েছে লোকাল ট্রেন।আর সেই সুযোগ কে কাজে লাগিয়ে দালালরা টাকা নিয়ে করে দেওয়া হচ্ছে দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন ফর্ম পূরণ।দীর্ঘদিন ধরেই চলে আসছে এই রকম কার্যকলাপ।প্রশাসনের নজর এড়িয়ে করে চলছে এই অসাধু দালাল দের দাদাগিরি। নজর নেই প্রশাসনের। ফর্ম ভরতে কখনও লাগছে ৩০ ও তার অধিক টাকা। দীর্ঘদিন প্রশাসনের নজর না থাকায় খড়গপুর স্টেশন চত্বরে প্রভাব বিস্তার করতে শুরু করেছে দালালরা বলে অভিযোগ।এই খড়গপুর স্টেশনে সর্বত্র রয়েছে সিসিটিভি তে নজরদারি তাহলে কিভাবে রমরমিয়ে চলছে এই স্টেশনে দালালরাজ প্রশ্ন এটাই।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনের বোগদার দিকে টিকিট কাউন্টারের ভেতরে রমরমিয়ে চলছে দালাল চক্র।বৃহস্পতিবার সেই ঘটনা ধরা পড়লো সংবাদমাধ্যমের ক্যামেরায়।যুবকদের পুলিশ সন্দেহ করবে তাই এই কাজে সাথে যুক্ত করা হচ্ছে বয়স্কদের বলে অভিযোগ। প্রসঙ্গত মহামারি ভাইরাসের কারণে বন্ধ রয়েছে লোকাল ট্রেন।আর সেই সুযোগ কে কাজে লাগিয়ে দালালরা টাকা নিয়ে করে দেওয়া হচ্ছে দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন ফর্ম পূরণ।দীর্ঘদিন ধরেই চলে আসছে এই রকম কার্যকলাপ।প্রশাসনের নজর এড়িয়ে করে চলছে এই অসাধু দালাল দের দাদাগিরি। নজর নেই প্রশাসনের। ফর্ম ভরতে কখনও লাগছে ৩০ ও তার অধিক টাকা। দীর্ঘদিন প্রশাসনের নজর না থাকায় খড়গপুর স্টেশন চত্বরে প্রভাব বিস্তার করতে শুরু করেছে দালালরা বলে অভিযোগ।এই খড়গপুর স্টেশনে সর্বত্র রয়েছে সিসিটিভি তে নজরদারি তাহলে কিভাবে রমরমিয়ে চলছে এই স্টেশনে দালালরাজ প্রশ্ন এটাই।
Post A Comment:
0 comments so far,add yours