দুই নারীকে বাঁচিয়ে ইরানের জাতীয় বীরের মর্যাদা পেল কিশোর আলী লানদি নিজের জীবন বিসর্জন দিয়ে।
মর্যাদা দিয়ে দাফন করা হয় শুক্রবার আলী লানদি (১৫) নামের ওই কিশোরকে। নিজের জীবন বাজি রেখে দুই নারীকে উদ্ধার করে আনে আলী লানদি নিজ শহর ইজেহতে এ মাসের প্রথম দিকে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায়।
হাসপাতালে ভর্তি ছিল ওই কিশোর এ সময় মারাত্মতভাবে দগ্ধ হয়ে। পরোপকারী কিশোর আলী লানদি শুক্রবার চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।
তাকে বীর উপাধী দিয়েছেন এবং তার এই আত্মদানের ইতিহাস যাতে ভবিষ্যত্ প্রজন্ম জানতে পারে এ জন্য ঘটনাটি শিল্প ও সাহিত্যে ফুটিয়ে তোলার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি।
প্রতিটি ইরানি নাগরিকের গর্ব করা উচিত্ আলীর মতো বীর সন্তানের জন্য এমনই জানিয়েছেন এক বিবৃতিতে তিনি।
শুক্রবার আলী লানদির জানাজায় উপস্থিত ছিলেন এলাকাবাসী ছাড়াও সরকারি পদস্থ কর্মকর্তরা।
Post A Comment:
0 comments so far,add yours