পার্কস্ট্রিটের ফুটপাত থেকে ৪ মাসের শিশু (Child Abduction) গায়েব। বাচ্চা চুরির অভিযোগ তুলেছে পরিবার। গতকাল ভোর সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। পার্কস্ট্রিটের কারনারি ম্যানশনের সামনের ফুটপাতে চার মাসের ছেলেকে নিয়ে নিয়ে ঘুমিয়ে ছিলেন শাকিলা বেগম।
হটাত্‍ই আবিস্কার করে তাঁদের বাচ্চা নেই পাশে। তখন খোঁজাখুঁজি শুরু করে কিন্তু না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়। পরিবারের অভিযোগ, পুলিশ লিখিত অভিযোগ নিয়েছে। কিন্তু বাচ্চা চুরির দোষ তাঁদের ঘাড়েই চাপাচ্ছে। এমনকি, পুলিশের বিরুদ্ধে মারধরেরও অভিযোগ করে। তারা বাইপাস লাগোয়া ধাপায় থাকে। গত পরশু এনআরএস পোলিও-র টিকা দিতে নিয়ে আসে বাচ্চাকে। রাত হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারেনি। পার্কস্ট্রিটের ফুটপাতে মায়ের কাছেই রাত কাটান শাকিলা ও তাঁর স্বামী মহম্মদ আফতাব। সেদিন ভোরেই এই ঘটনা ঘটে। বাচ্চার নাম মহম্মদ আসিফ। ঘটনায় এখনও পার্ক স্ট্রিট থানার বক্তব্য পাওয়া যায়নি
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours