চিকিত্সক ও সংক্রমণ বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য ,রাজ্যে করোনা বিধি সম্পর্কে এক শ্রেণীর মানুষের চরমে উদাসীনতায় বাড়ছে বিপদ ।গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভের রেট ১ % থেকে বেড়ে হয়েছে ১.৮৫%।আসন্ন উত্সব মরশুমে রাজ্যবাসি ও প্রশাসন সতর্ক না হলে তৃতীয় ঢেউ আটকানো যাবেনা ।গতকাল সংক্রমণের প্রথমে ছিল উত্তর ২৪ পরগনা জেলা ১২৯,কলকাতা ১২৭,হাওড়া হুগলি দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়া তে আক্রান্তের সংখ্যা ৫০ বেশি ছিল ।
Post A Comment:
0 comments so far,add yours