বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি নেতা তথাগত রায়ের মধ্যে বিরোধ বেশ পুরনো। সোশ্যাল মিডিয়ায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে নানান রকম কটাক্ষ করে থাকেন তথাগত রায়। একুশের বিধানসভা নির্বাচনে তথাগত রায় ভোটে লড়তে চেয়েছিলেন কিন্তু তাকে টিকিট দেওয়া হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তথাগত রায় মনে করেন এর জন্য দায়ী দিলীপ ঘোষ । তাই চাপা ক্ষোভ থেকেই মাঝেমধ্যেই দিলীপ ঘোষকে নিশানায় নিয়ে পোস্ট করে থাকেন তথাগত রায়। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই দিলীপ ঘোষকে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছেন তথাগত রায়। ভোটের হারের দায় স্বীকার আবার কখনো ভুল বানান নিয়ে দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করেছেন তিনি। তবে এবার তথাগত রায় একটি বিস্ফোরক পোস্ট করেছেন। তথাগত রায় একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে বেশ কয়েকজন কর্মী সমর্থক ঘিরে রেখেছেন।

তথাগত রায় ছবিটি পোস্ট করে লিখেছেন এ কী অবস্থা না না এ কোনো মতেই সমর্থনযোগ্য নয়! বিজেপি কর্মী হয়ে রাজ্য সভাপতিকে মারধর! ছি ,ছি! অনেকেই কমেন্ট করেছেন তাঁর এই পোস্টটিতে। একজন লিখেছে নিজের দলের লোকের বিরোধিতা করার জন্য তৃণভোজী পোষ্টের উপর নির্ভরশীল হতে হচ্ছে কি অবস্থা। আবার একজন লিখেছেন,পশ্চিমবঙ্গে বিজেপির এই জায়গায় তুলে আনার পেছনে দিলীপ ঘোষের অবদান অনেকখানি।ব্যক্তিগতভাবে আপনার ওনাকে পছন্দ না হতেই পারে কিন্তু আপনাদের সময় কোনদিন ভেবেছিলেন বিজেপি ক্ষমতায় আসতে পারে? দিলীপ ঘোষের সভাপতিত্বেই বিজেপি কর্মীরা সে ভাবনা ভেবেছিল ‌। কলকাতার বাবু না হলে পশ্চিমবঙ্গের রাজনীতি করা খুব মুশকিল।




 প্রথম কলকাতা

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours