বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হল এক তৃণমূল নেতাকে। নিহতের নাম সেতাবুর রহমান। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলে। ইতিমধ্যেই নিহত নেতার রহস্যমৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা এই খুনের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই নেতা খুনের সঙ্গে যুক্ত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মালদার চাঁচলের চন্দ্রপাড়ার অঞ্চল সহ সভাপতি ছিলেন নিহত তৃণমূল নেতা সেতাবুর রহমান। খানপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পরিবার সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বাড়িতেই ছিলেন সেতাবুর। কিন্তু রাত বাড়তেই তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বেশ কয়েকজন। তাদের সঙ্গে চলেও যান সেতাবুর। এরপর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। মোবাইলেও তাঁকে যোগাযোগ করা না গেলে স্থানীয় থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। এরপর শুক্রবার সকালে বাড়ির কাছেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে চাঁচল থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কীভাবে তাঁকে খুন করা হল, তানিয়ে এখনও সঠিক করে কিছু জানায়নি পুলিশ
Post A Comment:
0 comments so far,add yours