Sundarban South 24 Paraganas Fishermen saves life of a fisherman from tiger attack
 

সুন্দরবনের ঝিলার জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত মৎস্যজীবী।আহতের নাম সুদর্শন সরদার।আহতকে উদ্ধার করে গোসাবা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।গত কয়েক দিন আগে গোসাবার সোনাগা গ্রাম থেকে পাঁচ জন মৎসজীবীর একটি দল জঙ্গলে মাছ ধরতে যায়। গতকাল  সকালে ঝিলার জঙ্গলের কাছে মাছ ধরার সময় হঠাৎ করে একটি বাঘ নৌকার উপরে ঝাঁপিয়ে পড়ে ও মৎস্যজীবী সুদর্শনকে ঘাড়ে ও পায়ে কামড় দিয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গেই  তাঁর অন্যান্য সঙ্গীরা বাঘের সঙ্গে লড়াই শুরু করে দেন। তাঁদের মরিয়া লড়াইয়ে অবশেষে সুদর্শনকে ছেড়ে জঙ্গলের দিকে চলে যায় বাঘটি। এরপর বনদফতরকে খবর দেওয়া হলে বনকর্মীরা তাঁকে উদ্ধার করে। গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য  কেন্দ্রে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করা হয়েছে ওই মৎস্যজীবীকে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours