তৃতীয় ঢেউয়ের গ্রাস ক্রমশ চওড়া হচ্ছে। হু হু করে বাড়ছে দৈনিক সংক্রমণ। গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৪১ হাজার ৯৬৫ জন। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পয়েছেন ৩৩ হাজার ৯৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৪৬০ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৪৫। এই মুহূর্তে অ্যাক্টিভ রোগী ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জন। ও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ৬৪৪ জন। করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৩৯ হাজার ২০ জন।
গত জানুয়ারি থেকে মহামারী করোনাকে প্রতিহত করতে দেশ জুড়ে চলছে কোভিড টিকাকরণ। এখনও পর্যন্ত প্রতিষেধক পেয়েছেন ৬৫ কোটি ৪১ লাখ ১৩ হাজার ৫০৮ জন। শুধু গতকালই টিকা নিয়েছেন ১ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৭১৮ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডাক্তার সৌম্য স্বামীনাথন বলেছেন, ২০২২-এর মধ্যে ভারতে করোনার প্রকোপ হালকা হয়ে আসবে। আর মহামারীর পর্যায়ে থাকবে না কোভিড-১৯ ভাইরাস। এদিকে ডেল্টা প্রজাতির থাবায় দক্ষিণ আফ্রিকার বিপর্যস্ত অবস্থায সেখানে সংক্রমণ বেড়েই চলেছে। তবে টিকাকরণ শুরু হওয়ায় করোনাকে প্রতিরোধ করার ক্ষমতা জনসাধারণের শরীরে থাকবে বলেই মনে করছেন সেদেশের বিজ্ঞানীরা।
Post A Comment:
0 comments so far,add yours