বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা জেলার সাগরের বামনখালী এমপিপি হাইস্কুলে দুয়ারে সরকার-আপনার দরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো সাগর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনা এদিন এই ক্যাম্পে স্বাস্থ্য সাথীর কার্ড দেখালে মিলছে ফ্রিতে চিকিৎসা,

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের বিডিওডিও সুদীপ্ত মণ্ডল, সাগর গ্রামীণ হাসপাতালের B.M.O.H অংশুমান বোস, সহ অন্যান্য বিশিষ্টজনেরা

দুয়ারের সরকার অভিযান সিজন 2 ব্যাপক সাড়া জাগিয়েছে গোটা পশ্চিমবাংলার প্রত্যেক স্তরের মানুষের মধ্যে। তাই নামখানা ব্লকের দুয়ারে সরকার অভিযান সিজন 2 এর  প্রতিটি ক্যাম্প নিয়ে বেশ তৎপর রয়েছে নামখানা ব্লক প্রশাসন। নামখানা ব্লক প্রশাসন শ্রী সান্তনু সিংহ ঠাকুরের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তৎপরতায় নামখানা ব্লকের প্রত্যেকটি জিপির দুয়ারের সরকার অভিযান সিজিন  টুর ক্যাম্প গুলি নতুন সাজে সেজে উঠেছে। তার মধ্যে অন্যতম হলো হরিপুর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার অভিযান সিজন 2 এর ক্যাম্প। আজ নামখানা ব্লকের হরিপুর জিপির দুয়ারে সরকার অভিযান ক্যাম্প অনুষ্ঠিত হলো দক্ষিণ চন্দ্রনগর কার্তিক চন্দ্র বালিকা বিদ্যাপীঠে। দুয়ারে সরকার অভিযান ক্যাম্প উপলক্ষে দক্ষিণ চন্দ্রনগর কার্তিক চন্দ্র বালিকা বিদ্যামন্দির প্রাঙ্গন এর চারি প্রান্ত  সেজে উঠল নতুন সাজে। নামখানা ব্লকের প্রতিটি জিপির দুয়ারে সরকার ক্যাম্প এর পাশাপাশি হরিপুর জিপির এই ক্যাম্পেও সমস্ত স্তরের মানুষের জন্য ছিল সুন্দরবন রক্ষার বিশেষ বার্তা। 


এই ক্যাম্পে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের শিল্পীদের কে নিয়ে দুয়ারে সরকার, লক্ষীর ভান্ডার প্রকল্প, এবং সুন্দরবন রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয় মানুষের দুয়ারে দুয়ারে। আজকের এই ক্যাম্পে সাধারণ মানুষ যাতে কোনো রকম সমস্যায় না পড়ে সেই দিকে কড়া নজরদারি রেখেছিলেন নামখানা থানার ওসি বাপি রায় সহ থানার একটি তৎপর পুলিশ টিম। ঠিক এর পাশাপাশি সকাল থেকেই নামখানা      বি ডিও শ্রী শান্তনু সিংহ ঠাকুর দৈহিক উপস্থিতি দিয়ে ক্যাম্পের সামগ্রিক বিষয় নজরদারিতে রেখেছিলেন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours