মাত্র ২৪ বছরের যুবক। আর পাঁচজনের মতো সোশ্যাল মিডিয়ার নেশায় বুঁদ সে। পরিচিতদের সামনে নিজেকে 'হিরো' প্রমাণ করাই ছিল লক্ষ্য। অর্থ উপার্জনের আশাও ছিল ষোল আনা। তাই আগ্নেয়াস্ত্র বিক্রির সংক্রান্ত মেসেজ পোস্ট করেছিল সে। নিজের বিপদ নিজেই ডেকে আনল সে। ওই যুবককে গ্রেপ্তার করল মানিকতলা থানার পুলিশ। আগ্নেয়াস্ত্রের ব্যবসার সঙ্গে ওই যুবক জড়িত ছিল বলেই প্রায় নিশ্চিত তদন্তকারীরা।

বছর চব্বিশের যুবক কিষান জয়স্বরা হরিশ নিয়োগী রোডের বাসিন্দা। সম্প্রতি ফেসবুকে আগ্নেয়াস্ত্র বিক্রি সংক্রান্ত একটি মেসেজ পোস্ট করে সে। সেই খবর পায় পুলিশ। এরপরই পুলিশ তল্লাশি অভিযান চালায়। অরবিন্দ সেতু সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে মানিকতলা থানার পুলিশ। তার কাছ থেকে কার্তুজ এবং এইট এম এম পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। ওই যুবক অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল, সে ব্যাপারে প্রায় নিশ্চিত তদন্তকারীরা।মনে করা হচ্ছে, ওই যুবক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে আগ্নেয়াস্ত্র বিক্রির ছক কষেছিল। তার সঙ্গে আরও অনেকেই জড়িত বলেও মনে করা হচ্ছে। যুবককে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তর ২৪ পরগনার ভাটপাড়াতে হানা দেয় পুলিশ। তবে সেখান থেকে তার সহকারী কাউকেই গ্রেপ্তার করা যায়নি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো পোস্ট করে অস্ত্র বিক্রির চেষ্টা যথেষ্ট অভিনব বলেই মনে করছেন তদন্তকারীরা। এর আগে ওই যুবক এভাবে কাউকে আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে নাকি এই প্রথম সে বিক্রির চেষ্টা করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours