বাংলা থেকে কেন্দ্রীয় সংস্থার অফিস সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভিন রাজ্যে। আর এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। অমিত মিত্রর মতোই কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিষয়ে প্রতিবাদ জানিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। আর এবার এলআইসি বিক্রির পরিকল্পনা করছে কেন্দ্র, আর কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল। এলআইসির পাশাপাশি অন্যান্য সরকারি বিমা সংস্থা গুলিকেও বিক্রি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। LIC বিক্রির পরিকল্পনা থেকে সরে দাঁড়ান, দেশের অর্থমন্ত্রী নিমর্লা সীতারামনকে চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। দেশের সরকারি বিমা সংস্থা গুলিকে বেসরকারিকরণ করার কথা বলছে কেন্দ্র। বেসরকারিকরণ করার নীতি নিয়ে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার, যা দেশের অর্থনীতির পক্ষে অত্যন্ত খারাপ খবর। সরকারি বিমা সংস্থা গুলিকে বেসরকারিকরণের নীতি থেকে সরে দাঁড়াতে না পারলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। বিমা সংস্থাগুলিকে বেসরকারিকরণ করে দেওয়া হলে দেশবাসীর কাছে তা আতঙ্কের হয়ে উঠবে। দেশবাসীর দুর্দশা আরও বাড়বে বলেই মনে করছেন অমিত মিত্র
এর পাশাপাশি নির্মলাকে লেখা চিঠিতে অমিত জানিয়েছেন, 'শুনছি দেশের ৪ বড় বিমা সংস্থাকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। বিমা আইনেও নাকি বেশ কিছু সংশোধন আনা হচ্ছে, যা বেসরকারিকরণের পথকে সুগম করবে। ইউনাইটেড ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানিকে বেসরকারিকরণ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। এটা বাস্তবায়িত হলে গরিব মানুষের দুর্দশা আরও বাড়বে। এলআইসিও বিক্রির পরিকল্পনা চলছে। ফলে কোটি কোটি মানুষের জীবনে অনিশ্চয়তা নেমে আসবে।'
Post A Comment:
0 comments so far,add yours