কোভিড ধাক্কায় জর্জরিত গোটা দেশ। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল অবস্থা দেশের প্রতিটি রাজ্যেই। কোভিডের Delta Plus প্রজাতিকে ধ্বংস করতে পারে Covaxin, এমনটা জানাচ্ছে ICMR। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল অ্যান্ড রিসার্চের গবেষকরা এমনটাই জানিয়েছেন একটি গবেষণা পত্রে। কোভিডের Delta Plus প্রজাতিকে রুখতে অনেক বেশি কার্যকর Covaxin। এই সব তথ্যই তুলে ধরা হয়েছে ঐ গবেষণা পত্রে। BioRxiv-তে প্রকাশ পেয়েছে ICMR-এর ঐ গবেষণা পত্রটি। করোনায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগের শরীরেই মিলছে Delta Plus প্রজাতির ভাইরাস। আর করোনার Delta Plus ভ্যারিয়েন্ট যাঁদের শরীরে মিলছে সেক্ষেত্রে ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন। আবার কোনও রকম উপসর্গ দেখা যাচ্ছে না এমন রোগীর ক্ষেত্রে ৬৫.২ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন। কোভ্যাক্সিন টিকার ক্ষেত্রে দেখা গিয়েছে মাত্র ০.৫ শতাংশ রোগীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়ার দেখা মিলেছে। বিশেষজ্ঞদের কথায়, দেশে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে যেকোনও মুহূর্তে। তাই এখন থেকেই সাবধান হওয়া প্রয়োজন।
কোভিড থেকে বাঁচতে হলে দ্রুত সবাইকে টিকাকরণ করতেই হবে। টিকা নেওয়া ছাড়া কোনো উপায় নেই। অনেকের মুখেই দেখা যাচ্ছে না মাস্ক। সেক্ষেত্রে সবাইকে মাস্ক পড়তেই হবে এবং শারীরিক দূরত্ব বিধি মেনে চলতেই হবে।
Post A Comment:
0 comments so far,add yours