১৬ আগস্ট থেকে জেলায়-জেলায় দ্বিতীয় দফায় 'দুয়ারে সরকার' প্রকল্প চালু হয়েছে। আমজনতার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে রাজ্য সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা। সে কথা মাথায় রেথেই চালু হয়েছে ক্যাম্প। লম্বা লাইন পড়ছে সেই ক্যাম্পে। এমন পরিস্থিতিতে আমজনতার পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে সিপিএমও। পশ্চিম মেদিনীপুরের কর্নেল গোলার শ্রী নারায়ন গার্লস স্কুলেও চলছে দুয়ারে সরকার প্রকল্প। তার বাইরে হেল্প ডেস্ক খুলেছে সিপিএম। চলছে ফর্ম ফিলাপ। তাঁদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আমজনতা। যদিও রাজনৈতিক মহল এর পিছনে অন্য গন্ধ পাচ্ছে।দুয়ারে সরকার প্রকল্পে সিপিএমের হেল্প ডেস্ক চালু করা নিয়ে সিপিএমের স্থানীয় এরিয়া কমিটির সম্পাদক সুকুমার আচার্য বলেন, 'আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করি বরাবর। এবারও রাজ্য সরকারের ভাল কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। তবে রাজ্য সরকারের উচিত্‍ প্রতি ব্লকে ব্লকে ক্যাম্প করা। তাহলে এত ভিড় হত না।' ওয়াকিবহাল মহল অবশ্য, এই ঘটনা সিপিএম-তৃণমূলের কাছাকাছি আসার গন্ধই পাচ্ছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours