আবারও জঙ্গি হানায় প্রাণ হারালেন দেশের জওয়ান। মঙ্গলবার ভোরে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় ১০০ কিমি দূরে অবস্থিত ধলাই জেলার R C Nath আউটপোস্টের কাছে আচমকাই হামলা করে জঙ্গিরা। কর্তব্যরত দুই জওয়ানের মৃত্যু হয় সেখানে। বিএসএফ সূত্রে খবর, শহিদ দু'জন হলেন, সাব ইনসপেক্টর ভুরু সিং এবং কনস্টেবল রাজ কুমার।

আবারও জঙ্গি হানায় প্রাণ হারালেন দেশের জওয়ান। মঙ্গলবার ভোরে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় ১০০ কিমি দূরে অবস্থিত ধলাই জেলার R C Nath আউটপোস্টের কাছে আচমকাই হামলা করে জঙ্গিরা। কর্তব্যরত দুই জওয়ানের মৃত্যু হয় সেখানে। বিএসএফ সূত্রে খবর, শহিদ দু'জন হলেন, সাব ইনসপেক্টর ভুরু সিং এবং কনস্টেবল রাজ কুমার।

গোটা ঘটনার পর থেকেই দুই বিএসএফ জওয়ানের সার্ভিস রাইফেল উধাও। খুব সম্ভবত জঙ্গিরাই সেগুলি নিয়ে চম্পট দিয়েছে। পুলিশের মতে ত্রিপুরার কুখ্যাত ন্যাশনাল লিবেরাল ফ্রন্ট অফ ত্রিপুরা এই কাজের জন্য দায়ী। ত্রিপুরার এই বিচ্ছিন্নতাবাদী শক্তি এর আগেও বেশ কয়েকটি জায়গাতে হামলা চালানোর পরিকল্পনা করে ব্যর্থ হয়। পলাতক আহত জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কী বলছেন মুখ্যমন্ত্রী বিপ্লব?



রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই প্রসঙ্গে ট্যুইট করেছেন, 'বিএসএফ জওয়ানদের ওপর কাপুরুষোচিত হামলার নিন্দা করি। আমাদের সাহসী জওয়ানদের আত্মবলিদান ব্যর্থ হবে না। শহিদদের পরিবারের পাশে কাঁধে কাঁধ দিয়ে দাঁড়িয়ে রয়েছে গোটা দেশ।'

১৫ আগস্টের আগেই জঙ্গি হানা!

৭৫ তম স্বাধীনতা দিবসের সামনে দাঁড়িয়ে রয়েছে দেশ। এই সময় দেশে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলির অতিসক্রিয়তা নিয়ে আগেই সাবধান করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলি। কাশ্মীর থেকে দিল্লি বিভিন্ন জায়গাতে জঙ্গিরা হামলার ছক কষছে বলেও একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সম্প্রতি কাশ্মীরের একাধিক জায়গাতে ড্রোন হামলার পরিকল্পনা করেছে জঙ্গিরা। সীমান্তবর্তী রাজ্যগুলিকে বিশেষ সজাগ থাকতে বলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours