সুদূর আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন তাঁরা। জঙ্গিদের কবল থেকে প্রাণ হাতে করে ফিরেছেন। কিন্তু সেই 'ঘরে ফেরা'দের মধ্যে অনেকের শরীরেই বাসা বেঁধেছে করোনা। মঙ্গলবার আফগানিস্তান থেকে যে ৭৮ জন ভারতীয় দেশে ফিরেছেন, তাঁদের মধ্যে ১৬ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের সকলকেই আপাতত কোয়ারান্টাইনে রাখা হয়েছে। ৭৮ জনই আছেন পর্যবেক্ষণে। আফগানিস্তান ছেড়ে আসা এই সমস্ত লোকেদের প্রথমে কাবুল বিমানবন্দর থেকে তাজিকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর সেকান থেকে ভারতীয় বিমান তাঁদের দিল্লিতে আনে। এই ৭৮ জনের মধ্যে ২৫ জন ভারতীয় নাগরিক ছিলেন। ভারতে আসার পর প্রথমেই তাঁদের কোভিড টেস্ট করা হয়। সেই টেস্টের ফলে জানা গেল ১৬ জন সংক্রমিত হয়েছেন। তাঁদের সঙ্গেই থাকার জন্য বাকিদেরকেও কোয়ারান্টাইনে থাকতে হচ্ছে। আপাতত কেউ নিজের নিজের বাড়ি ফিরতে পারছেন না। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, এ পর্যন্ত আফগানিস্তান থেকে মোট ৬২৬ জনকে উড়িয়ে আনা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ২২৮ জন ভারতীয় নাগরিক। এছাড়া ৭৭ জন তাঁদের মধ্যে হলেন আফগানি শিখ। আফগান মুলুক থেকে আরও অনেককে দেশে ফেরানো হবে। সেই প্রক্রিয়া চলছে

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours