আজ ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। সকালে লালকেল্লায় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া প্রত্যেক বছরের ন্যায় দেশের বিভিন্ন ছোটো-বড়ো জায়গায় উদযাপিত হয়েছে আজকের দিনটি। সেরকমই ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের দশটি জায়গায় স্বাধীনতা দিবস পালিত হল। উড়িষ্যার চারটি দ্বীপ ছাড়াও দেশের অন্যান্য দ্বীপগুলিতেও স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। সমস্ত জায়গাতেই ভারতের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি, জাতীয় সংগীত গেয়েছেন উপকূল রক্ষী বাহিনীর কর্মীরা। জাতীয় পতাকার উদ্দেশ্যে তাঁরা স্যালুট জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ বলেই দিয়েছিলেন দেশের মধ্যে জাতীয় ঐক্য ও চেতনা গড়ে তোলার জন্য ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দেশের ১০০ টি দ্বীপে পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করবে।
Post A Comment:
0 comments so far,add yours