পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের করল বিধাননগর পুলিশ। মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বদলির প্রতিবাদে এঁরা বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। আপাতত এঁরা হাসপাতালে চিকিত্‍সাধীন। গোটা ঘটনাটি নিয়ে বিধাননগর পুলিশের তরফে বিধাননগর উত্তর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কর্মরত সরকারি কর্মীকে মারধর ও বাঁধাদান-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।  বদলির অভিযোগে শিক্ষিকাদের এই আত্মহত্যার চেষ্টায় মঙ্গলবার সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিকাশ ভবনের বাইরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলার সময় আচমকাই শিশি বের করে তরল পদার্থ গলায় ঢেলে দেন তাঁরা। অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গেলে পুলিশ সকলকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপরেই চড়তে থাকে রাজনৈতিক পারদ। রাজ্য সরকারের সমালোচনায় মুখর হয় বিরোধী দলগুলি। বিজেপির তরফে যেমন সরকারের নিন্দা করা হয় তেমনই কংগ্রেসও বিষয়টি নিয়ে সরকারের সমালোচনা করে। ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ দাবি করে কংগ্রেস নেতা ও সাংসদ অধীর চৌধুরী বলেন, '‌বাংলার মুখ্যমন্ত্রীকে বলব, বিকাশ ভবনের সামনে শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টা সারা বাঙলাকে লজ্জিত ও কলঙ্কিত করছে। আপনার সরাসরি হস্তক্ষেপ দাবি করছি বিষয়টি দেখার জন্য ও সমাধানের জন্য।'‌ যদিও বুধবার এক ফেসবুক পোস্টে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই শিক্ষিকাদের '‌বিজেপি ক্যাডার'‌ বলে উল্লেখ করেছেন।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours