আজ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে গোটা দেশ জুড়েই। ১৯৪৭ সালে আজকের দিনই ভারত ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়। তার ৭৫ বছর পর কাকতালীয়ভাবে মিলল পেল্লাই সাইজের ব্রিটিশ বোমা। যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের কাঁকরতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অজয় নদে স্নান করতে গিয়েছিল স্থানীয় কয়েকজন যুবক। সেসময়ই পাইপের মতো ভারী কোনও বস্তু তাঁদের পায়ে ঠেকে। পরে তাঁরা সেটিকে তোলার চেষ্টা করলেও তা পারেনি। শেষে আরও লোকজন ডেকে সেটিকে নদীর চর থেকে টেনে তোলা হয়।
বড় মাপের সিলিন্ডারের মতো দেখতে বস্তুটির ওজন প্রায় ১ টন। যেটি দেখতে অজয়ের তীরে ভিড় করেন স্থানীয় মানুষজন। পরে খবর পেয়ে সেখানে যায় কাঁকরতলা থানার পুলিশ। তাঁরাই বস্তুটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে বালির বস্তা দিয়ে ঘিরে রাখার ব্যবস্থা করে। পুলিশের অনুমান, এটি ব্রিটিশ আমলের বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত কোনও বিস্ফোরক বা বোমা জাতীয় কিছু হতে পারে। পুলিশ জানিয়েছে, ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে বস্তুটির পরীক্ষা করবেন। আপাতত সেটি দেখতে ভিড় উপচে পড়ছে কাঁকরতলা থানা সংলগ্ন এলাকায়।
Post A Comment:
0 comments so far,add yours