s34

এক তরুণীর সাহসে ভর করে যৌন নিগ্রহে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করল গুয়াহাটি পুলিশ। জানা গিয়েছে, সাহসী সেই তরুণী নিজেই নিগ্রহের শিকার। সেই কাহিনী ৩০ জুলাই ফেসবুক পোস্ট করতেই ভাইরাল। নিগ্রহের শিকার হয়েও সাহস দেখানোর জন্য সেই তরুণীকে কুর্নিশ জানাচ্ছে নেট দুনিয়া। অসম পুলিশ সূত্রে খবর, ৩০ জুলাই সন্ধ্যায় শহরের রুক্মিণী নগর এলাকায় এই ঘটনা ঘটেছে।

ঠিক কী হয়েছিল? ফেসবুকে পোস্ট করে ওই তরুণী জানান, 'মধুছানা রাজকুমার নামে এক যুবক স্কূটিতে এসে তাঁর সামনে দাঁড়ায়। তাঁকে দিক নির্দেশ জানতে চায়। তরুণী জানান সে ওই রাস্তা চেনেন না। তখনই সেই যুবক তাঁর গোপনাঙ্গ ছোঁয়ার চেষ্টা করে। কুকীর্তি করেই স্কুটি নিয়ে চম্পট দিতে যায় অভিযুক্ত।' তরুণী লিখেছেন, 'ওই অবস্থায় আমি একটুও না ভেবে ওকে পিছন থেকে সর্বশক্তি দিয়ে ধরার চেষ্টা করি। রাস্তায় পড়ে গেলে ওর স্কুটির পিছনের চাকা টেনে ধরি। সেই অবস্থায় অভিযুক্ত আমাকে খানিকটা টেনে নিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। উলটে পড়ে রাস্তার ধারে ড্রেনে।'

সেই পোস্টে আরও লেখা, 'এরপরেই সেই রাস্তায় ভিড় জমে। আমি সহ-নাগরিকদের বলি অভিযুক্তের মাস্ক-হেলমেট খুলে তাঁর নাম-ঠিকানা জানতে। কোনওভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। অভিযুক্তকে গ্রেফতার করে মামলা রুজু করেছে গুয়াহাটি পুলিশ।' ওই তরুণী আরও লেখেন, 'যদি আমি সেই সময় নিজের সাহস না দেখাতাম, তাহলে এই ঘটনা আমার জীবনে খারাপ অভিজ্ঞতা হয়ে থাকত। আমার আগে বা পরে আরও দশ জনকে সেই অভিযুক্ত এভাবেই নিগ্রহ করত/করেছে।'

এই ঘটনায় নিজেদের ট্যুইটার পেজে গুয়াহাটি পুলিশ লিখেছে, 'দিসপুর থানার অধীনে হওয়া এই নিন্দাজনক নিগ্রহের ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে গুয়াহাটি থানায় এই মামলা স্থানান্তরিত করা হয়েছে। আইনি পথেই এই মামলার নিষ্পত্তি হবে এবং নিগৃহীতাকে ন্যায় দেওয়া হবে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours