পাঁশকুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুকুমার ভুঁইয়াকে দেখতে যান শুভেন্দু অধিকারী। কিন্তু সেখান থেকে ফেরার পথে ঘটল বিপত্তি। শুভেন্দুর কনভয়ে চলল হামলা। শুভেন্দুর কনভয় লক্ষ্য করে 'গো ব্যাক' 'গদ্দার' স্লোগান তুলতে শুরু করে তৃণমূল কর্মী-‌সমর্থকরা। মারধর করা হল বিজেপির কর্মী-‌সমর্থকদের। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীর কথায়, '‌একজন কাউন্সিলর, তিনি আক্রান্ত হলেন, মাথা ফাটল। আর ৩৬ ঘণ্টা পরে এল পুলিশ। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে খুব বিপজ্জনক। তালিবান টু চলছে বাংলায়।'‌
বিজেপির নেতা কণিষ্ক পাণ্ডা বলেন, '‌পরিকল্পনা করে আমাদের নেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলার চেষ্টা করেছিল তৃণমূল। শুভেন্দু অধিকারীকে না পেয়ে মারধর করেছে বিজেপি কর্মীদের। বিজেপি কর্মী-‌সমর্থকদের বাইক ভাঙচুর করা হয়েছে।'‌
শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, '‌ওদের শিক্ষা ও সচেতনতার এত অভাব যে ওরা জানে না তালিবান হল নারীবিদ্বেষী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours