আচমকাই শিয়ালদহ-‌বনগাঁ লাইনে সেতুতে নেমে এল ধস। ধসের জেরে ব্রিজের ক্ষতি হয়েছে। বন্ধ ট্রেন চলাচল। জোরকদমে চলছে মেরামতির কাজ। আপাতত অত্যন্ত ধীর গতিতে চলছে স্টাফ স্পেশাল ট্রেন। গুমা এবং অশোকনগর স্টেশন রোডের মাঝে বিদ্যাধরী খালের উপর সেতু রয়েছে। টানা বৃষ্টির জেরে ওই সেতুতে ধস নামে। সেতুতে ধস নামার জেরেই বন্ধ হয়ে যায় রেল লাইন। শুরু হয় মেরামতির কাজ। রেল পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে। রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। নেট ও বোল্ডার দিয়ে ধস রোখার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, সাত সকালে শিয়ালদহ-‌বনগাঁ লাইনে সেতুতে ধস নামার জেরে বেশ সমস্যায় পড়ে যান নিত্যযাত্রীরা। অত্যন্ত ধীর গতিতে ট্রেন চলছে ফলে কর্মস্থলে যেতে দেরি হচ্ছে অফিস যাত্রীদের। নিত্য যাত্রীদের কথায়, শিয়ালদহ-‌বনগাঁ লাইনে সেতুতে ধস নামার জেরে আতঙ্ক বাড়ছিল। আর ধীর গতিতে ট্রেন চলছে ফলে সময়ের মধ্যে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে বেশ কিছুটা দেরি হচ্ছে। ভোগান্তি বাড়ছে।
যাত্রীদের কথায়, '‌লকডাউনের বাহানায় লোকাল ট্রেন বন্ধ করে রেখেছে। অথচ বাস চালু রয়েছে। বার খোলা রাখা হচ্ছে। তখন করোনা ছড়ায় না। শুধু লোকাল ট্রেন চালালেই কোভিড ছড়ায়। এখনও পর্যন্ত লোকাল পরিষেবা চালু করার ব্যাপারে কোনও কিছু বলছে না রাজ্য। স্টাফ চলছে তাতে ভিড়ও হচ্ছে যথেষ্ট।'‌
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours