দেশে নতুন করে কোভিড   আক্রান্ত হলেন ৪৫ হাজার ৮৩ জন। দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় কিছুটা কম হলেও কেরলের পরিসংখ্যান চিন্তা বাড়াচ্ছে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে বুলেটিন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে মোট করোনা সংক্রমণ ধরা পড়েছে ৪৫ হাজার ৮৩ জনের শরীরে। শনিবারের তুলনায় তা কিছুটা কম। আর একদিনে কোভিডে মৃত্যু হয়েছে ৪৬০ জনের। ৪৫ হাজারের মধ্যে শুধু কেরলেই গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ২৬৫ জন কোভিড আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরেই এই রাজ্যের দৈনিক কোভিড গ্রাফ চিন্তায় রাখছে প্রশাসনকে। সর্তকতামূলক পদক্ষেপ হিসেবে ফের কোভিডবিধি দৃঢ় করছে কেরল সরকার। জারি হয়েছে রাত্রিকালীন কার্ফু। ৪৬০ মোট মৃত্যুর মধ্যে শুধু কেরলেই গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৫৩ জন কোভিড রোগী। কেরল ছাড়া সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। এখানে এদিন একদিনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩১ জন। এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৫৫৮ জন।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours