মঙ্গলবার পাকিস্তানে কঠোর নিরাপত্তায় মোড়া লাহোর দুর্গে মহারাজা রঞ্জিত সিংয়ের মূর্তি ভাঙচুর করে নামিয়ে দিয়েছে তেহরিক-ই-লাব্বাইক গোষ্ঠী। এর আগেও দু'বার ওই মূর্তির ওপর হামলা চালিয়েছিল তারা। যা নিয়ে ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ শুরু হয়েছে। তবে শুধু ভারত নয়, এই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তানিরাও। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরি এই ঘটনার একটি ভিডিও ট্যুইট করে লেখেন, 'এই নির্লজ্জ নিরক্ষরের দল গোটা দুনিয়ায় পাকিস্তানের ভাবমূর্তির পক্ষে সত্যিই বিপজ্জনক। টিএলপি পাকিস্তানের একটি চরম দক্ষিণপন্থী ইসলামি রাজনৈতিক দল। ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।'

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours