মঙ্গলবার পাকিস্তানে কঠোর নিরাপত্তায় মোড়া লাহোর দুর্গে মহারাজা রঞ্জিত সিংয়ের মূর্তি ভাঙচুর করে নামিয়ে দিয়েছে তেহরিক-ই-লাব্বাইক গোষ্ঠী। এর আগেও দু'বার ওই মূর্তির ওপর হামলা চালিয়েছিল তারা। যা নিয়ে ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ শুরু হয়েছে। তবে শুধু ভারত নয়, এই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তানিরাও। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরি এই ঘটনার একটি ভিডিও ট্যুইট করে লেখেন, 'এই নির্লজ্জ নিরক্ষরের দল গোটা দুনিয়ায় পাকিস্তানের ভাবমূর্তির পক্ষে সত্যিই বিপজ্জনক। টিএলপি পাকিস্তানের একটি চরম দক্ষিণপন্থী ইসলামি রাজনৈতিক দল। ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।'
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদারও এই ঘটনাটির নিন্দা করেছেন এবং লাহোর পুলিশকে শীঘ্রই এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি দোষীর বিরুদ্ধেও কড়া শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। মূর্তিটিকে তার পুরনো আকারে ফিরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন উসমান বুজদার। উল্লেখ্য, ৯ ফুটের ব্রোঞ্জনির্মিত এই মূর্তিটি ২০১৯ সালের জুন মাসে লাহোর ফোর্টে বসানো হয়েছিল মহারাজার ১৮০ তম মৃত্যুবার্ষিকী উদযাপনের সময়। শিখ সাম্রাজ্যের প্রথম মহারাজা রঞ্জিত সিং প্রায় ৪০ বছর পাঞ্জাব শাসন করেন। ১৮৩৯ সালে মৃত্যু হয় তাঁর। মাত্র ১০ বছর বয়সে বাবার পাশে দাঁড়িয়ে জীবনের প্রথম যুদ্ধ লড়েন তিনি। বাবার মৃত্যুর পর আফগানদের বিতাড়িত করতে একাধিক যুদ্ধ করেন। ২১ বছরেই হন পাঞ্জাবের মহারাজ পদে আসীন হন। এই পরাক্রমশালী মনোভাবের জেরে শের-ই-পঞ্জাব বিশেষণে তিনি জনপ্রিয় ছিলেন।
Post A Comment:
0 comments so far,add yours