সাত বছরের বাচ্ছার তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষ   up ক্যানিং লোকাল। 

বিদ্যাধরপুর ষ্টেশন সংলগ্ন মুকুন্দপুর এলাকার বাসিন্দা দীপ নস্কর। খেলতে খেলতে রেল লাইনের কাছে এসে দেখেন রেল লাইন ভাঙা। এক মুহুর্ত সময় নষ্ট না করে সাথে সাথেই মাকে ডেকে আনে সে। ততক্ষণে শোনা গিয়েছে লোকাল ট্রেনের আওয়াজ। একটা লাল কাপড় জোগাড় করে মা ও ছেলে দাঁড়িয়ে পড়ে রেল লাইনের উপর। ঘটনাস্থলের কাছাকাছি এসে দাঁড়িয়ে যায় ট্রেন। তারপর রেল কর্মীরা


 এসে দেখেন সত্যি সত্যি রেল লাইনের উপর ফাটল। খবর দেওয়া হয় উর্ধ্বতন কতৃপক্ষকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ার। শুরু হয় রেল লাইন মেরামতের কাজ। প্রায় ৪০/৪৫ মিনিট ধরে চলে 

মেরামতির কাজ। তারপর শুরু হয় ট্রেন চলাচল।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours