উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- রক্তদান শিবির উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর মহেন্দ্রগঞ্জ বাজার অবস্থিত তারক নাথ শিব মন্দির প্রাঙ্গনে বামফ্রন্টের ছাত্র ও যুব কমিটি ডিওয়াইএফ আই ও এস এফ আই পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রক্ত দান ৫০ জন চাত্র, যুব, কর্মি সমর্থক জেলার রক্ত সংকট মেটাতেরা রক্তদান শিবিরে রক্ত দান করে। কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটি ডিওয়াইএফআই সম্পাদক রাজ্জাক আলি উর্ফ সমির আলি, সভাপতি সুজয় সাহা,এস এফ আই সম্পাদক রুপক কুন্ডু, সভাপতি প্রভাত বর্মন উদ্যোগে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে মজুরুদ্দিন আহমেদ, সুমনা গুহ, ভারেতেন্দু চৌধুরী, মনোরঞ্জন পাটোয়ারি, অসিত রঞ্জন সহ অনান্য কর্মি সমর্থে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours