লক্ষ্মীর ভান্ডার। রাজ্য সরকারের বহুচর্চিত প্রকল্প। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুযোগ পাবেন। আর সেই সুযোগ নিতেই এখন রাজ্যের সব জেলায় যে 'দুয়ারে সরকার' কর্মসূচী চলছে সেখানে হাজারো মহিলা ভিড় করছেন এই প্রকল্পে যোগদানের জন্য প্রয়োজনীয় ফর্ম তুলতে ও তা জমা দিতে। কেননা এই প্রকল্পে একবার নাম উঠে গেলে প্রতি বছর সাধারন ঘরের মেয়ে ও গৃহবধূরা মাসে ৫০০টাকা করে ও তপশিলী জাতি ও উপজাতির বাড়ির মহিলারা পাবেন মাসে ১০০০ টাকা। স্বাভাবিক ভাবেই এই সুযোগ কে না নেবেন। তাই দলে দলে মহিলারা ভিড় জমাচ্ছেন 'দুয়ারে সরকার' কর্মসূচীর শিবিরে। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার সদর মহকুমার সদর ব্লকের খড়িয়ে অঞ্চলে এদিন সেই শিবির থেকেই গ্রেফতার হলেন এক যুবক। কেননা তিনি অর্থের বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পূরণ করে দিচ্ছিলেন মহিলাদের।
রাজ্য সরকারের পক্ষ থেকে এবার লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পূরণের জন্য বেশ সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। যাতে কেউ কাটমানি বাগাতে না পারে, কমিশন নিতে না পারে, মায় ফর্ম ফিলাপের জন্যও টাকা নিতে না পারে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যেখানে যেখানে 'দুয়ারে সরকার' শিবির হচ্ছে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী কার্ড করাবার জন্য লাইনে দাঁড়ানো মহিলাদের ফর্ম ফিলাপের জন্য কেউ কেউ নগদ টাকা নিচ্ছেন। জলপাইগুড়ি জেলায় দিন দুই আগেই রাজগঞ্জে এই ধরনের এক ঘটনায় এক যুবক গ্রেফতার হয়েছিল। তারপরেও এদিন দেখা গেল জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া অঞ্চলে আরও এক যুবক পুলিশের হাতে গ্রেফতার হলেন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পূরণ করে দেওয়ার জন্য মহিলাদের থেকে নগদ টাকা নেওয়ার জন্য। রঞ্জন হাজরা নামে ওই যুবক টাকার বিনিময়ে ফর্ম ফিলাপ করে দিচ্ছেন এমন অভিযোগ পেয়েই ক্যাম্পে থাকা পুলিশ ছুটে আসে। এরপর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল জানিয়েছেন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই রঞ্জন হাজরা নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours