শনিবার সারা রাজ্যের সাথে জেলা জুড়ে পালিত হলো অষ্টম বর্ষ কন‍্যাশী দিবস।যা এখন বিশ্বশ্রী রুপে স্বীকৃতি পেয়েছে।পশ্চিম বঙ সরকারের 2013সালের অক্টোবর মাসে এই প্রকল্পের সূচনা হয়েছিল।জলপাইগুড়ি ডিএম অফিসের আরটিসি কক্ষে দিনটি উত্‍যাপন করা হয়।বিভিন্ন বিষয়ে সেরা কয়েক জন জেলার কন‍্যাশী কে জেলা শাসকের হাত দিয়ে আজ পুরুস্কার ও চেক তুলে দেবা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক মোমিতা গোদারা বসু,সহ জেলা শাসক দপ্তরের আধিকারিকরা।পাশাপাশি কয়েক জন শিক্ষক শিক্ষিকারাও এখানে উপস্থিত ছিলেন।
এদিন অনুষ্ঠানে জেলাশসক মৌমিতা গোদারা বসু বলেন, মহামারী পরিস্থিতিতে এবার সাংষ্কৃতিক অনুষ্ঠান করা হয়নি। এই কন্যাশ্রী দিবস পালন কেবল টাকা বিতরণের অনুষ্ঠান নয়। পাশাপাশি সচেতনতাও এর অন্যতম লক্ষ। তিনি বলেন, কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে স্কুলে মেয়েদের সমস্যাত সমাধান করা হবে। যা বাল্যবিবাহ থেকে শুরুনকরে বিভিন্ন সমস্যায় মেয়েদের ও পরিবারের পাশে থাকবে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours