টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন আর তার জেরেই খুন! নিউমার্কেটের ব্যবসায়ী মহম্মদ সইফ খান দুই ব্যক্তিকে টাকা ধার দিয়েছিলেন। আর তারপর টাকা ফেরত চাওয়ায় তাঁকেই খুন করল দু'জন। পরিবারের লোকেরা জানিয়েছিলেন, মঙ্গলবার সন্ধ্যায় বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ওই ব্যবসায়ী। তারপর আর ফেরেননি। নিউমার্কেট থানায় নিখোঁজ ডায়েরি করার হয়। এরপর ঝাড়খণ্ড থেকে ফোন আসে। জানা গিয়েছে, বুধবার মহম্মদ সইফ খানের রক্তাক্ত দেহ ঝাড়খণ্ডের জামতারা জেলার একটি নির্জন জায়গা থেকে উদ্ধার হয়। তাঁর পকেট থেকে মোবাইল ফোন, বাইকের চাবি এবং নগদ ৫ হাজার টাকা মেলে।
আর এরপরই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা একবালপুর থেকে মহম্মদ আফতাব আলম ও নাজের আলমকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতেরা জানিয়েছে, মহম্মদ সইফ খানের কাছ থেকে ১৫ লক্ষ টাকা ধার নিয়েছিল ওই দু'জন। আর ৩-৪ লক্ষ টাকা শোধ করা বাকি ছিল। কিন্তু টাকা দেওয়ার জন্য ক্রমশ চাপ দেওয়া হচ্ছিল। ক্রাইম থ্রিলার দেখে সেই কায়দাতেই ওই ব্যবসায়ীকে ঘুমের ওষুধ খাইয়ে ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে খুন করেছে তারা। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইমের তরফে জানানো হয়েছে অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে মিহিজাম থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours