পরকীয়ার অভিযোগে হাত কেটে চোখ উপরে নৃশংস খুন জলপাইগুড়িতে। স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ ছিল। যুবককে নাগালে পেয়ে জামাইবাবুকে সঙ্গে নিয়ে হাত কেটে, চোখ খুবলে নৃশংস ভাবে খুন করল স্বামী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুকান্ত নগর এলাকার বাসিন্দা পরেশ বর্মনের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে স্থানীয় যুবক রাজা বসাক। স্ত্রীকে নিয়ে জামাইবাবু দীনেশ বর্মনের বাড়িতে থাকতেন পরেশ। রাজা বসাকের সঙ্গে স্ত্রীর সম্পর্ক নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। বৃহস্পতিবার দুপুরে পরেশের স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে রাজা বসাক বাড়িতে এলে তাকে ঘরের ভেতর আটকে দেয় পরেশ।


এরপর জামাইবাবুকে সঙ্গে নিয়ে রাজা বসাককে কুপিয়ে খুন করে। চোখ খুবলে, হাত দু -টুকরো করে দেয় বলে অভিযোগ। সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় পরেশ বর্মন ও তার জামাই বাবু দীনেশ বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় স্থানী বাসিন্দা রমেশ সেন বলেন ছেলেটির সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক ছিল। শোনা যাচ্ছে আজ দুপুর আবার ওই মহিলার বাড়িতে গেলে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। দুলু বর্মন নামে অভিযুক্ত পরিবারের এক আত্মীয়া বলেন, 'এই ছেলেটির সঙ্গে মহিলার সম্পর্ক ছিল। আজ বাড়িতে চড়াও হয়ে বাড়ির লোকদের প্রানে মারার হুমকি দিচ্ছিল। এরপর ঘটে যায় খুনের ঘটনা। খবর পেয়ে পুলিশ আসে। আমার শ্বশুর ও মামা শ্বশুরকে গ্রেফতার করে নিয়ে যায়।'

মৃতের মা সোমা বসাক জানিয়েছেন, 'আমার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। আজ দুপুরে ঐ বাড়ির ভাগ্নে গদা এসে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ওরা দরজা আটকে আমার ছেলেকে কুপিয়ে খুন করে।'ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, 'সম্পর্কে টানাপোড়েন নিয়ে একটি খুনের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত গ্রেফতার হয়েছে। আগামীকাল আদালতে তোলা হবে।'
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours