পুজোর ছুটির পরে পর্যায়ক্রমে স্কুল খোলার ভাবনা। পুজোর পর একদিন অন্তর স্কুল খোলা যেতে পারে। করোনা কালে স্কুল খোলা নিয়ে আজ একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক বছর ধরে করোনার কারণে বন্ধ রয়েছে সব স্কুল। শিক্ষক-শিক্ষিকারা স্কুলে গেলেও দেখা মিলছে না ছাত্রছাত্রীদের। মুখ্যমন্ত্রীর এই ভাবনায় খুশি শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের মতে, রাজ্যের কোভিড বিধিনিষেধ অনেক সরল হয়েছে। খুলেছে শপিং মলও। আর সেখানে যাচ্ছে ছাত্রীছাত্রীরাও। তাহলে স্কুলে গিয়ে পঠনপাঠনে কোন সমস্যা হওয়ার কথা নয়। পাশাপাশি শিক্ষা বিশেষজ্ঞদের মতে, স্কুল বন্ধ থাকায় অনেকটাই ক্ষতি হয়েছে শিক্ষার। এখন আরও ক্ষতি আটকাতে নতুন করে খুলতে হবে স্কুল, অবশ্যই কোভিড স্বাস্থ্যবিধি মেনে।
Post A Comment:
0 comments so far,add yours