প্রয়াত প্রখ্যাত বাচিক শিল্পী গৌরী ঘোষ। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন বাইপাসের ধারে একটি হাসপাতালে। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। বৃহস্পতিবার সকালে ৮টা ৫৫ মিনিট নাগাদ হাসপাতালেই ইহলোক ছেড়ে অমৃতলোকে পাড়ি দেন গৌরীদেবী।
বিগত বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন বাচিক শিল্পী গৌরী ঘোষ। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাঁকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর অন্য ভর্তি করা হয় আর এন টেগর হাসপাতালে। সেখানেও এই শিল্পীর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে। ভেন্টিলেশনে ছিলেন তিনি। শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হার মানতে হল তাঁকে।
গৌর ঘোষ ও পার্থ ঘোষ আবৃত্তির জগতের অন্যতম জুটি। বাস্তব জীবনে স্বামী স্ত্রী এই বাচিক শিল্পী জুটি। এ দিন গৌরী ঘোষের প্রয়াণে সেই জুটি ভাঙল।
রেডিওতে উপস্থাপক হিসাবেই গৌর ঘোষ ও পার্থ ঘোষের পথ চলা শুরু। দীর্ঘদিন কাজ করেছেন আকাশবাণীতে। তারপর বহু শো এর উপস্থাপনা করেছেন। তাঁদের একাধিক সিডি ও ক্যাসেট ও রয়েছে বাংলা কবিতার। তার মধ্যে 'এই তো জীবন' সহ বেশ কয়েকটি জনপ্রিয়।
Post A Comment:
0 comments so far,add yours