আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
স্কুলের মাঠের কাছে কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। স্থানীয় বাচ্চারাই প্রথম কঙ্কাল পড়ে থাকতে দেখে। এর পরই এলাকার লোকজনকে কঙ্কালের বিষয়ে জানায় তারা। খবর যায় পুলিশে। সোমবার সকালে পুলিশ এসে উদ্ধার করে কঙ্কালটি।
কঙ্কালটি যেখানে উদ্ধার হয়েছে তার কাছেই রয়েছে শ্যামনগর গুড়দহ ঋষি অরবিন্দ স্কুলের মাঠ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার রাতে সেখানে চলছিল ফুটবল টুর্নামেন্ট। তখনই বল এসে পড়ে মাঠের পাশে ঝোপে। বাচ্চারা সেই বল খুঁজতে এসেছিল। তখনই কঙ্কাল দেখতে পায় তারা। সোমবার সকালে খবর জানাজানি হতেই স্থানীয়রা ভিড় জমান সেখানে। খবর পেয়ে আসে পুলিশও।
কঙ্কাল দেখে পুলিশের প্রাথমিক অনুমান, অনেক দিন ধরেই পড়ে রয়েছে কঙ্কালটি। তবে কোথা থেকে কঙ্কালটি সেখানে এল তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
Post A Comment:
0 comments so far,add yours