গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই পার্কস্ট্রিটে মোতায়েন ছিলেন লালবাজারের এসটিএফ বাহিনীর গোয়েন্দারা। নজর রাখা হচ্ছিল সন্দেহভাজন এক ব্যক্তির ওপর। পার্কস্ট্রিটে হাফিজুল শেখ নামে ওই ব্যক্তি পৌঁছাতেই ঘিরে ধরেন গোয়েন্দারা। শুরু হয় জেরা, ব্যাগে কি আছে জিজ্ঞেস করতে দিতে পারেননি কোনও সদুত্তর। এরপরেই ব্যাগে তল্লাশি করে এসটিএফ গোয়েন্দারা। আর তারপরই চক্ষু চড়কগাছ। ব্যাগের ভিতর লুকোনো ১২টি সোনার বিস্কুট, লালবাজার সূত্রে জানানো হয়েছে এর বর্তমান বাজার দর ৬৮ লক্ষ টাকা।


গ্রেফতার করা হয়েছে হাফিজুল শেখকে। জানা যাচ্ছে, পুরোদস্তুর অফিসযাত্রী সেজে পার্কস্ট্রিট চত্বরে সোনা পাচার করতে এসেছিল সে। সাধারণ মানুষের ভিড়ে মিশে পাচারের কাজ করার ফন্দি এঁটেছিল ওই ব্যক্তি। শনিবার সন্ধ্যায় অফিসযাত্রীদের সঙ্গেই হেঁটে যাচ্ছিল হাফিজুল। আগে থাকতে খবর ছিল এসটিএফ-এর কাছে। সেই মতো ওত পেতে ছিলেন গোয়েন্দারা। লালবাজার সূত্রে খবর, ধৃতকে জেরা করে গোয়েন্দারা জানার চেষ্টা করছে ওই সোনা কোথায় পাচার করা হচ্ছিল। পাশাপাশি ওই ব্যক্তি কোনও পাতার চক্রের সঙ্গে যুক্ত ছিল কিনা সেটাও জানার চেষ্টা করছে গোয়েন্দারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours