বাঁকুড়া জেলার গেলিয়া গ্রামে গলায় দড়ি দিয়ে টাঙ্গিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির শাশুড়ি শ্বশুর ও জায়ের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতের নাম পিপাশা পাল বয়স আনুমানিক ২৪ বছর। পিপাসা পাল, স্বামী চন্দন পাল কর্মসূত্রে বাইরে থাকেন। পিপাসা পালের বাপের বাড়ির লোকের অভিযোগ তাকে বাড়িতে খেতে দেয়া হতো না এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হত ইতিপূর্বে বারেবারে পিপাসা তার বাপের বাড়ির লোককে নির্যাতনের কথা জানান। তাদের বাপের বাড়ির লোকেরা ভয়ে আসতে পারতো না এলেও বাড়ির থেকে খাবার নিয়ে আসতে হতো মারা যাওয়ার খবর বাপের বাড়ির লোককে জানানো পর্যন্ত হয়নি। এই দুঃসংবাদ প্রতিবেশীরা প্রথমে জানান। পরিবারের তরফ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ।পিপাসার পরিবারে ও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। জয়পুর থানার পুলিশ এসে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে পাঠায়।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours