জম্মু, ৪ আগস্ট : ভেঙে পড়ার একদিন পরেও নিখোঁজ দুর্ঘটনাগ্রস্ত সেনা হেলিকপ্টার ধ্রুবের পাইলট ও সহকারী পাইলট। গতকাল মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের খাটুয়া জেলার রঞ্জিত সাগর ড্যামে ভেঙে পড়ে ভারতীয় সেনা হেলিকপ্টার ধ্রুব। এই দুর্ঘটনার পরে এখনও পর্যন্ত ভারতীয় প্রতিরক্ষার তরফে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের চালক ও সহকারী চালক সুস্থ আছেন সংক্রান্ত তথ্য দিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। ঘটনাস্থল রঞ্জিত সাগর ড্যামের অবস্থান খাটুয়ার বাসোলি এলাকায়। এখানেই ভেঙে পড়ে ধ্রুব। দুর্ঘটনার খবর পেয়ে কাটুয়া পুলিশ উদ্ধারকাজে ছুটি গিয়েছিল। সেই সূত্রেই জানা গেছে যে ধ্রুবের পাইলট ও সহকারী পাইলটের খোঁজ মেলেনি

উদ্ধারকারীরা জলাধার থেকে একটি হেলমেট, একটি পিঠুব্যাগ, একজোড়া জুতো উদ্ধার হয়েছে। তবে সেখানে নিখোঁজ পাইলট ও সহকারী পাইলটের উপস্থিতির কোনও চিহ্ন নেই। অন্ধকার হয়ে যাওয়ায় গতকাল উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল থেকে ফের উদ্ধারকার্য শুরু হবে। এমনটাই জানিয়েছেন সেনার এক আধিকারিক। পাঞ্জাবের পাঠানকোট থেকে হেলিকপ্টারটি উড়েছিল প্রথমে খুব নিচে দিয়ে যাওয়ার পর ড্যামের জলে ভেঙে পড়ে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours