শেষপর্যন্ত মৃত্যু হল সন্তান-পরিত্যক্ত বৃদ্ধার। বুধবার রাতে অমানবিক আচরণের সাক্ষী থাকল বৃষ্টিভেজা মহানগর। স্থানীয় সূত্রে খবর, ৭০ বছরের ঠাকুরদাসী সাহা কৃষ্ণনগরে মেয়ের বাড়িতে থাকতেন। অসুস্থ হয়ে পড়ায় সপ্তাহখানেক আগে পাইকপাড়ায় মামার বাড়িতে মাকে রেখে যান মেয়ে। সেখানে থাকেন বৃদ্ধার মা ও বোনেরা। দায়িত্ব নিতে চাননি তাঁরাও। তিনদিন আগে এক বোন বৃদ্ধাকে ফেলে রেখে যান দমদম স্টেশন চত্বরে। বৃষ্টির মধ্যে সেখানেই পড়েছিলেন বৃদ্ধা। গতকাল সিঁথি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে পাইকপাড়ায় রাজা মণীন্দ্র রোডে বাপের বাড়িতে পৌঁছে দেয়। আজ সকালে সেখানে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন
। এর কিছুক্ষণ পরেই বৃদ্ধার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার ব্যবস্থা হত। তার পরিবর্তে বাড়িতে নিয়ে আসায় কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় বৃদ্ধার।
Post A Comment:
0 comments so far,add yours