একটা সময় সুন্দরবনে যেসব এলাকায় বাঘের অস্তিত্ব ছিল না, অবিশ্বাস্য হলেও করোনাকালে সুন্দরবনের সেসব এলাকায় এখন মিলছে বাঘের পায়ের ছাপ!আবার কোথায় কোথাও দেখা মিলছে বাচ্চা বাঘের পায়ের ছাপও। তাই সর্বোপরি বলা যায়, করোনাকালীন সময়র সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে!

তাছাড়া সম্প্রতি জরিপ করা হলে এ বিষয়ে প্রকৃত তথ্য জানা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

জানা যায়, ২০১৫ সালে 'ক্যামেরা ট্র্যাপ' পদ্ধতিতে পরিচালিত জরিপে বাংলাদেশের সুন্দরবন অংশে ১০৬টি বাঘের অস্তিত্ব মেলে। পরে ২০১৮ সালের জরিপে দেখা যায়, সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ঞয় ১১৪-এ।

সংশ্লিষ্টদের মতে, বাঘ ও সুন্দরবনের বন্য প্রাণীদের সুরক্ষায় সরকার সুন্দরবনের ৫২ শতাংশ বনকে অভয়াশ্রম ও সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা করেছে। সংরক্ষিত বনাঞ্চল সঠিকভাবে ব্যবস্থাপনার আওতায় আনতে পারলে সুন্দরবনে বাঘের খাবার, সাবলীল বিচরণ ও প্রজনন ক্ষমতা বাড়বে।

তাছাড়া সম্প্রতি কিছু লক্ষণ দেখে অনুমান করা যাচ্ছে যে, বাঘের সংখ্যা আরও বেড়েছে। একটা সময় সুন্দরবনের যেসব এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া যেত না এখন সেসব এলাকায়ও মিলছে বাঘের পায়ের ছাপ!


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours